অচেনা শহর শুভ্র কাগজ কবিতা April 28, 2020 0shares – দুনিয়া মেহেরবান এ যেন এক অচেনা শহর, বেঁচে থাকার তাগিদে কাটছে বিষন্নতার প্রহর। নীল আকাশে নেই কোনো ঘুড়ি, চেনা শহর যেনো আজ অচেনা এক মৃত্যুপুরী। শহর সেজেছে নিজের রূপে, আর মানুষ ডুবে আছে আজ অসহায়ত্বের তোপে।See alsoকবিতাবসন্তের রং শহর খুজেছে প্রানের সন্ধি, শিকল নেই তালা নেই তবুও মানুষ আজ ঘরবন্দী। এ শহর আমার জন্য নয়, যেখানে আছে শুধু এক অজানা মৃত্যুর ভয়।