তুমি সেই পূর্ণতা আমার অনুভবে শুভ্র কাগজ জীবন July 27, 2020 0shares – সাদিয়া আলম তানিয়াতোমায় নিয়ে অভিমান পাহাড় ভেদী হলেও ভেবনা সেগুলোকে এখনো মনে বাঁচিয়ে রেখেছি; তোমার দিকে উল্টো প্রতিক্রিয়া ছুড়ে দেব বলে। সেগুলো তো আমার কয়েক ফোটা অশ্রুতে বিলীন হয়ে গিয়েছে। আমার কষ্টের বিনিময়ে যদি তুমি আকাশে-বাতাসে একটু বেশি ভালোলাগা খুঁজে পাও তাহলে তাতে দোষ কোথায়। বরং এটি কেন ভাবছো না তোমার হাসিতেই আমার সুখেরা মিশে আছে।তোমাকে আমি বলেছিলাম, “তুমি সেই পূর্নতা আমার অনুভবে”।এটি বাহ্যিক পূর্নতা নয়, মনের পূর্ণতা। যেটি অন্তহীন। এটি তলিয়ে দেখার ক্ষমতা আমার নিজেরও নেই। তোমার কিছু সময়ের ব্যস্ততাতে কিংবা অনুভূতি শূন্যতাতে কোনো কিছুরই এতটুকু হেরফের হয়নি। তুমি এখনো আমার আকাশে ততোখানি জায়গা জুড়ে আছো; যতোটা তুমি ছিলে।তুমি এখনো আমারই; যতটা আমার ছিলে। এমনকি আমি এটাও জানি, তুমি আজও আমায় ততোটাই ভালোবাসো যতটা ভালোবাসতে।অবশ্য একটু বেশিও হতে পারে।